গুম-খুনের বিষয়ে সঠিক ব্যবস্থা নেয়ার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন পূর্ণমন্ত্রী প্রয়োজন উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দুটি। একটা স্বরাষ্ট্র, আরেকটা পররাষ্ট্র। আর বাকি সব প্রক্সি মন্ত্রণালয়। তাই এই মন্ত্রণালয়ে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন, নেতৃত্বের যোগ্যতা ও ব্যক্তিতসম্পন্ন, আইন সম্বন্ধে ধারণা আছে এমন একজন অভিজ্ঞ পূর্ণমন্ত্রী প্রয়োজন।
সোমবার দুপুরে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’র আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জের হত্যাকান্ডের দায় সরকার এড়াতে পারেনা মন্তব্য করে এ সময় তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের সাথে ক্ষমতাশীলদের আশ্রয়-প্রশ্রয় থাকা অস্বাভাবিক কিছু নয়। সাতটি লাশ উদ্ধার হলো। কিন্তু অপহরণের এতদিন পর খুনীদের বাড়ি তল্লাশি করা হলো কেন?
নারায়ণগঞ্জ হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য প্রত্যাহার করে নেয়া জেলা প্রশাসক, পুলিশ ও র্যাবের সিইও’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘গত শনিবার নূর হোসেনের বাড়ি রেট করা হয়েছে, এতদিন কোথায় ছিলেন? খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কি করা যেত না? এর আগে পদক্ষেপ নেয়া হলে অপরাধী এবং আরো অনেক আলামত পাওয়া যেত। তারা তা পালন করেননি, তারা এটি একটি অপরাধপূর্ণ অবহেলার দায়িত্ব পালন করেছেন। তাদের শুধু প্রত্যাহার করলেই হবে না ডিসি, এসপি থেকে শুরু করে র্যাবের সিইও এবং ওসি এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত (ডিপার্টমেন্টাল প্রসিকিউশন) করা উচিত।’
তিনি বলেন, সাদা পোশাকে গ্রেফতার থেকে বিরত থাকতে হবে। পুলিশ ফোর্সের অবশ্যই ইউনিফর্ম থাকতে হবে। এ অপহরণ নিয়ে রাজনীতি হচ্ছে। বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকারের জন্য তৎপর রয়েছেই। আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। এই সরকারের অল্প কিছু দিনের যে অর্জন তা গুটি কয়েক দূর্বৃত্তের কারণে ম্লান হয়ে যাচ্ছে। এর দায় আওয়ামী লীগ নেবে না, এর দায় সরকার নেবে না, এর দায় প্রধানমন্ত্রীও নেবেন না।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, প্রায় অনেক দিন পর বেগম খালেদা জিয়া বললেন, জিয়াউর রহমান ও মঞ্জুর হত্যার খুনি এরশাদ। এত দিন আপনি মতায় ছিলেন বিচার করলেন না কেন? আমরা বলেছিলাম সকল হত্যার বিচার চাই। আজকে যখন আপনি বললেন ভালো কথা, এখনও সময় আছে, ফৌজদারী মামলার এখনও সময় আছে।
সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সম্পাদক আসাদুজ্জামান দূর্জয়।