পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সময় শিক্ষার্থীদের হাত খরচের সীমা বাড়িয়ে ৫০০ ডলার করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত এক সার্কুলার বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, এর আগে বিদেশগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগ পর্যন্ত খরচের জন্য নিজেদের সঙ্গে ২০০ ডলার নিতে পারতেন।
সার্কুলারে বলা হয়, বাংলাদেশের যেসব ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য বিদেশে যাবেন তারা ওই প্রতিষ্ঠানে ভর্তির আগ পর্যন্ত ৫০০ ডলার ব্যবহার বা খরচ করতে পারবেন।
এতে বলা হয়, ট্রানজিট সময়টাতে শিক্ষার্থীরা আগে ২০০ ডলার খরচের জন্য নিতে পারতেন। কিন্তু এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় একজন শিক্ষার্থী ভর্তির আগ পর্যন্ত চলতে পারেন না। তাই বাড়িয়ে ৫০০ ডলার করা হয়েছে।