খুনের ঘটনা ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র চলছে : আইভী

খুনের ঘটনা ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র চলছে : আইভী

i-vনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী অভিযোগ করে বলেছেন, প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনা ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র চলছে। তদন্ত সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

এ হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচনে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে নগরভবনের সামনে আজ সোমবার দ্বিতীয়দিনের মতো কর্মবিরতি পালন করেন ওয়ার্ড কাউন্সিলররা। সেখানে সেলিনা হায়াত আইভী এসব কথা বলেন।

শামীম ওসমান অভিযোগ করেছিলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আইভীর কর্মী সুফিয়ান জড়িত। এ প্রসঙ্গে সেলিনা হায়াত বলেন, তদন্তে সুফিয়ান কেন, আমার সন্তানও যদি জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক। কিন্তু ঠিকমতো তদন্ত হোক। অতীতেও সত্য আড়াল করতে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানিয়েছেন, তাদের দুদিনের কর্মবিরতি শেষ হয়েছে। বুধবার সিটি করপোরেশনের মাসিক সভায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

রাজনীতি শীর্ষ খবর