হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আসা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে দুবাই এয়ারলাইনসের একটি বিমানের যাত্রীর কাছ থেকে প্রায় ১০ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আটক স্বর্ণের দাম সোয়া চার কোটি টাকার মতো। তবে যাত্রীর নাম এখনো জানা যায়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের জানান, রাত পৌনে আটটার দিকে ওই বিমানের এক যাত্রী শরীরের বিভিন্ন স্থানে স্বর্ণ বেঁধে বিমানবন্দরের ইমিগ্রেশন পার হচ্ছিলেন। শুল্ক গোয়েন্দাদের উপস্থিত টের পেয়ে ওই যাত্রী বিমানবন্দরের শৌচাগারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। আটক করা সোনার জব্দ তালিকা তৈরি করা হচ্ছে।