নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি বাংলাদেশ উপকূলেই বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হাশিমু্দ্দিন হোসাইন এমন দাবি করেন।
তিনি বলেন, বাংলাদেশের উপকূল থেকে ১২০ মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি নিখোঁজ যাত্রীদের আত্মীয়-স্বজনদের হোটেল ছেড়ে বাড়ি চলে যেতে বলেন।
উল্লেখ্র, গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের ঘণ্টা খানেক পর সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর আর সেই বিমান এবং তাতে থাকা যাত্রীদের কোনো খোঁজ মেলেনি। একেক সময় একেক স্থানে বিধ্বস্ত হওয়ার কথা বলা হয়েছে। সর্বশেষ দাবি উঠেছে এটি বঙ্গোপসাগের বিধ্বস্ত হয়েছে। সে ধরনের সঙ্কেত পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।