দরজায় কড়া নাড়ছে ২০১৪ বিশ্বকাপ ফুটবল। কে জিতবেন এবারের বিশ্বকাপ, কার হাতে উঠবে সেরা খেলোয়ারের পুরস্কার, কে হবেন এবারের ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা- এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে জোর আলোচনা চলছেই।
তবে একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে মাঠে নামবেন আর্জেন্টাইন ও বার্সা তারকা মেসি।
ব্রাজিলের ক্রীড়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘প্লুরি কানসালটোরিয়া’র গবেষণায় বিষয়টি উঠে এসেছে।
গবেষণায় প্রতিবেদন মতে, এই ফরোয়ার্ডের আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮১ লাখ ইউরো। ফর্ কিছুটা খারাপ গেলেও মেসির ব্যাংক অ্যাকাউন্ট যে সচল রয়েছে তা সহজেই অনুমেয়।
খুব একটা পিছিয়ে নেই দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার সিআর সেভেন এর আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৭৩ লাখ ইউরো।
মেসি-রোনালদোর চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও ব্রাজিলিয়ান ক্ষুদে তারকা নেইমারের আনুমানিক দামও চোখে পড়ার মতো (৬ কোটি ৭৪ লাখ ইউরো)।