রানা প্লাজায় নিহত আরো ৫৩ পরিবারকে চেক দিলেন প্রধানমন্ত্রী

রানা প্লাজায় নিহত আরো ৫৩ পরিবারকে চেক দিলেন প্রধানমন্ত্রী

hasina16সাভারে ‘রানা প্লাজা’ ধসে নিহত আরও ৫৩ জনের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতের স্বজনদের শনাক্ত করা হয়।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ৫৩ জনের পরিবারের ৭৩ সদস্যের হাতে শেখ হাসিনা চেক তুলে দেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস।
 
গত বছরের ২৪ এপ্রিল সাভারে ‘রানা প্লাজা’ ধসের পর প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে এ পর্যন্ত মোট ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা বিতরণ করেছেন।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।
 
‘রানা প্লাজা’ ধসে আহত ৭৭৭ জনকে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
 
এছাড়া এ দুর্ঘটনায় নিহতদের ১৪ অনাথ শিশু রাজশাহী ক্যাডেট কলেজ হোমে আশ্রয় ও শিক্ষার সুযোগ এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ১৭ জন শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।
বাংলাদেশ শীর্ষ খবর