গুরুতর হাঁটুর সমস্যার কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন সাউথহ্যাম্পটনের স্ট্রাইকার জে রডরিগুয়েজ। চলতি প্রিমিয়ার লীগে পারফরমেন্সের বিচারে রডরিগুয়েজের বিশ্বকাপের দলে জায়গা পাওযা সমযের ব্যপার ছিল। কিন্তু হাঁটুর ইনজুরি তাকে আগামী ছয় মাসের জন্য মাঠের বাইরে নিযে গেছে।
২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের মতই একই ইনজুরির কারনে এর আগেই বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন আর্সেনাল এবং সাবেক সাউথহ্যাম্পটনের উইঙ্গার থিও ওয়ালকট। এ সম্পর্কে এক বিবৃতিতে সাউথহ্যাম্পটনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাউথহ্যাম্পটন ফুটবল ক্লাব জে রডরিগুয়েজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করছে। শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলের পরাজযের ম্যাচে তিনি এই ইনজুরিতে আক্রান্ত হন। এরপর স্ক্যান রিপোর্টে তার হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে। এ কারনে আগামী ছয় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হচ্ছে ব্রাজিলের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড দল থেকে তার বাদ পড়াও নিশ্চিত হয়ে গেল।’
বর্তমানে প্রিমিয়ার লীগ টেবিলের অষ্টম স্থানে থাকা সাউথহ্যাম্পটনের হযে রডরিগুয়েজ এখন পর্যন্ত লীগে ১৫টি গোল করে দারুন ফর্মে ছিলেন। এবারের প্রিমিয়ার লীগে সে একজন অন্যতম বিস্ময়কর প্যাকেজ ছিলেন। এ কারণেই ইংলিশ বস রয় হজসনের বিবেচনায় চারজন স্ট্রাইকারের মধ্যে তাকে বিবেচনা করা হচ্ছিল। এখন রডরিগুয়েজের স্ট্রাইক পার্টনার রিকি ল্যাম্বার্ট এবং লেফট ব্যাক লিউক শ’র জাতীয় দলে ডাক পাওয়া অনেকটা নিশ্চিতই বলা চলে। এছাড়া মিডফিল্ডার এ্যাডাম লালানাকে পুনরায় জাতীয় দলের জার্সি গায়ে ব্রাজিলে দেখা যেতে পারে। গত নভেম্বরে ঘরের মাঠে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে লালানা এবং রডরিগুয়েজের একইসাথে জাতীয় দলে অভিষেক হযেছিল।