চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৬৫ লাখ টাকার সোনার বার উদ্ধার : আটক ১

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৬৫ লাখ টাকার সোনার বার উদ্ধার : আটক ১

A pile of nice shiny gold barsচট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৬ কেজি ১৮ গ্রাম ওজনের ৫৩টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এই ঘটনায় মো. আনিছুর রহমান আনিছ নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা।
আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এই সোনা উদ্ধারের ঘটনাটি ঘটে ।
ঢাকার কাস্টমস শুল্ক গোয়েন্দা সুত্রে জানা গেছে, আজ সকাল ৭টা ৩৫ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৪ চট্টগ্রামে অবতরণ করে।এই বিমানের যাত্রী আনিছের কাছ থেকে ৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। আনিছকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি চট্রগ্রামের বোয়ালখালী থানায়।
শাহআমানত বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল সোনা উদ্বারের ঘটনাটি বাসসকে নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত সোনা তাদের হেফাজতে রয়েছে।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর