দিরাইয়ে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭০টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে

দিরাইয়ে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭০টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে

sunamgonjসুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭০টি উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাওরের পানি নিষ্কাশনের জন্য রাস্তায় আরসিসি পাইপ বসানো, সেচের জন্য সেচ ড্রেন নির্মাণ ও সরকারী আবাসিক কোয়র্টারও এর এপ্রোচ সড়ক এবং সরকারী অফিস এর সংস্কার।
দিরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী আঃ মতিন জানান দীর্ঘদিন যাবৎ বসবাস অযোগ্য ও ব্যাবহার অনুপযোগী সরকারী আবাসিক কোয়ার্টার ও অফিসসমূহ বিশেষ বরাদ্দকৃত টাকা দিয়ে সংস্কার করা হচ্ছে।
দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখা হোসেন জানান ঠিকাদারী প্রদ্ধতির মাধ্যমে ২৬টি প্যাকেজে ৫৬টি এবং স্কীমের মাধ্যমে জন প্রতিনিধিরা ১৪টি প্রকল্প বাস্তবায়ন করছে ইতিমধ্যে প্রকল্প গুলোর ৬০ভাগ কাজ শেষ হয়েয়ে। জুনের মধ্যেই সব কাজ শেষ হবে বলে দিরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়।

বাংলাদেশ শীর্ষ খবর