ভারতের বিপক্ষে ৫ মার্চ বাংলাদেশের প্রীতি ম্যাচ উপলক্ষে কঠোর অনুশীলন নেমেছে বাংলাদেশ ফুটবল দল। অথচ দলে ডাক পাওয়া ২৮ সদস্যের মাত্র ৮ জন অনুশীলনে উপস্থিত ছিলেন। এ জন্য বাফুফে কর্মকর্তা ও ফুটবলারদের উপর চটেছেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ ।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা স্বীকৃত প্রীতিম্যাচটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মোহামেডান ক্লাবের অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, মঙ্গলবার আমাদের অনুশীলন ম্যাচ ছিল। তাই সময় মতো আমরা ক্যাম্প যোগ দিতে পারিনি। এমিলিসহ জাহিদ হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইমন বাবু, তপু ও মামুন খান জাতীয় দলে অনুশীলন করেছেন।
জাতীয় দল ২ মার্চ ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অনুশীলনের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পাচ্ছে না। স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তাই বাফুফের আরামবাগস্থ আর্টিফিসিয়াল টার্ফ অথবা কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করতে হবে জাতীয় দলকে।