ব্রিটিশ পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণ দেবেন মেরকেল

ব্রিটিশ পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণ দেবেন মেরকেল

যুক্তরাজ্য সফররত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন। পার্লামেন্টের হাউজ অব কমন্স ও হাউস অব লর্ডসে তার নিজ ভাষায় ঐতিহাসিক ভাষণ দেবেন তিনি।
দুই জার্মানি একত্রিত হওয়ার পর এই প্রথম কোনো জার্মান চ্যান্সেলর ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন। এছাড়া বার্মিংহাম রাজপ্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেও দেখা করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী লেবার পার্টির নেতা ডেভিড মিলিব্যান্ড এবং লিবারেল ডেমোক্রেটিক দলের প্রধান নিক ক্লেগের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ক্যামেরনের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক