এফওবি মেটাতে পণ্যবাহীতে হিসাব খোলার সুযোগ

এফওবি মেটাতে পণ্যবাহীতে হিসাব খোলার সুযোগ

আমদানিকারকের পণ্য পরিবহনের খরচ পরিশোধ (এফওবি) ও রফতানিকৃত পণ্য বহনের দায় মেটাতে এখন থেকে জাহাজ, বিমান অথবা অনুমোদিত পণ্যবাহী যানবহন প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবে।
ফলে পণ্যবাহী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিচালনায় বৈদেশিক মুদ্রার হিসাব থাকায় আমদানি ও রফতানিতে জাহাজের ভাড়া সংক্রান্ত বিল মেটানো সহজ হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে শিপিং লাইনস বা এয়ারলাইনস অথবা অনুমোদিত পণ্য-পরিবহনের সম্পৃক্তদের নামে কাস্টমস্ কর্তৃপক্ষের সম্মতিতে বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবে। মার্কিন ডলারে এ হিসাব পরিচালিত হবে, তবে অন্য যেকোন মুদ্রায় তা সহজের বিনিময়যোগ্য হবে। এ হিসাবে বাংলাদেশ থেকে পণ্য রফতানিতে পরিবহনের খরচ বৈদেশিক মুদ্রায় জমা করা যাবে। একইসঙ্গে বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানিতে পণ্যবাহী জাহাজের খরচ বা কোনো চার্জ বৈদেশিক মুদ্রায় পরিশোধে এ হিসাবে থাকা তহবিল ব্যবহার করা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এডি ব্যাংকগুলোর আমদানিকারক গ্রাহকদের পণ্য-পরিবাহীর খরচ টাকায় অথবা সমপরিমাণের বৈদেশিক মুদ্রায় শিপিং বা এয়ার লাইনস্ অথবা পণ্যবাহী প্রতিষ্ঠানকে পরিশোধের অনুরোধ জানাতে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রায় খোলা এসব হিসাব শিপিংলাইন বা এয়ারলাইনস্ বা যোগ্য পণ্য পরিবাহী প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে। এসব প্রতিষ্ঠানকে প্রতিমাসে অর্থ নগদায়নের হিসাব বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার পর এডি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে বলা হয়েছে। এসব হিসাবের মাধ্যমে প্রতিমাসে বৈদেশিক মুদ্রা গ্রহণ ও পরিশোধে তথ্য শিপিংলাইনস্, এয়ারলাইনস্কে এডি ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এছাড়া অনুমোদিত পণ্য পরিবাহী প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ সংগ্রহ ও বিতরণের তথ্য মাসিকভিত্তিতে এডি ব্যাংকগুলোতে পাঠাতে হবে এবং একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকেও প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বাণিজ্য বাংলাদেশ