বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহাম্মেদ বীরবিক্রম বলেছেন, বিডিয়ার বিদ্রোহের ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত। সে সময় পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের সঙ্গে বর্তমান স্বৈরশাসক সরকারও জড়িত ছিল।
সোমবার বিকেলে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত জাতীয় প্রেসক্লাব মিলনায়াতনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটলে তা দমন করা প্রত্যেক সৈনিকের দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে কেন সেদিন সরকারে অনুমতি লেগেছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।