মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জেমস ক্লাপার বলেছেন, আফগানিস্তানে মার্কিন সৈন্যের অবস্থান নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন না।
কারণ, কারজাইকে চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন বার বার আহ্বান জানানোর পরও তিনি এতে সাড়া দেননি। দ্বিপক্ষীয় এ চুক্তি না হলে ২০১৪ সালের পর সব মার্কিন সৈন্যকে আফগানিস্তান ছাড়তে হবে।
মঙ্গলবার সিনেটে আর্মড সার্ভিস কমিটির সভায় ক্লাপার বলেন, ‘এটা কোম্পানির পলিসি নয়; আমার নিজস্ব মতামত হচ্ছে, প্রেসিডেন্ট কারজাই চুক্তিতে স্বাক্ষর করবেন এটা আমি বিশ্বাস করি না।’
এ সময় কমিটির চেয়ারম্যান সিনেটর কার্ল লেভিন বলেন, যদি এটা সম্ভব না হয় তাহলে আফগানিস্তানে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষা করতে হবে। চলতি বছরের এপ্রিল মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে।