প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের কাছে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির চেয়ে আরও কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তিনি যেন আইন প্রোয়োগকারী বাহিনীকে আরও কঠোরভাবে সহিংসতা নিয়ন্ত্রণের জন্য ব্যাবস্থা নেন সে অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, নব্বই হাজারের বেশি কর্মকর্তা নিয়োজিত থাকবে নির্বাচনে। আপনারা জানেন, ব্যাপকভাবে ধরপাকড় ও বোমা-ককটেল উদ্ধার হচ্ছে। ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজ বিকাল সাড়ে তিনটার দিকে তারা বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।