৫ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তাই নির্বাচনও হবে শান্তিপূর্ণ- এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কাজী রকিব বলেন, ভোটারদের যথেষ্ট নিরাপত্তা-ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পর্যবেক্ষক, নির্বাচন কর্মকর্তাদেরও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। দুই লাখ নির্বাচনী কর্মকর্তারা পালন করবে। সশস্ত্র বাহিনীও আছে, তারাও টহল দিচ্ছে। আমরা আশা করছি বর্তমান পরিস্থিতির আরো উন্নতি হবে। নির্বাচন হচ্ছে একটা গণতন্ত্রের প্রক্রিয়া।
অবরোধের কারণে নির্বাচনে ব্যাঘাত ঘটবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ আশঙ্কাকে নাকচ করে দিয়ে তিনি বলেন, অবরোধে গাড়িতে চড়ে ভোট দেওয়ার ব্যাপার নেই। তাই ভোট দিতে জনগণের সমস্যা হবে না।
তিনি বলেন, যদি সকল দল নির্বাচনে আসতো তাহলে সকলের সহযোগিতায় আরো শান্তিপূর্ণ নির্বাচন হত। আমরা বিরোধী দলকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করেছি। তারা আসেনি। তাই আমাদের দায়িত্ব পালন করতেই হবে।
একাদশ সংসদ নির্বাচনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, না এ বিষয়ে কোন কথা হয় নি। সেটা এখন আলোচনার বিষয় নয়।
সেনাবাহিনীর বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আইন শৃংখলা রক্ষায় সেনাবাহিনী মাঠে রয়েছে। নির্বাচনের পর ৯ তারিখ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে তিনি জানান। এর আগে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ এ কথা বলেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সামনে রেখে গত ২৬ ডিসেম্বর থেকে দেশের ৫৯ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।