‘সারা দেশে মঙ্গা শব্দটা থাকবে না’

‘সারা দেশে মঙ্গা শব্দটা থাকবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, সারা দেশে মঙ্গা শব্দটা আর থাকবে না। রংপুরে মঙ্গা ছিল, দুর্ভিক্ষ হতো। মানুষ মনে করতো- দুর্ভিক্ষ হবেই এবং তাতে মানুষ মরবে। গত পাঁচ বছরে মঙ্গা দেখা দেয় নাই, দুর্ভিক্ষ হয় নাই। এ দেশে মঙ্গা থাকবে না।

যাদের ঘর নেই, তাদের অন্তত একটি করে টিনের ঘর তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।  এছাড়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া এবং প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অবশ্যই বাস্তবায়ন করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন।

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন পরিষদের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় নিজের নির্বাচনী আসনের ভোটারদের কাছে ভোট চেয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমি আপনাদের এই আসনে প্রার্থী হয়েছি। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।

বিএনপি নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টায় আন্দোলন করছেন মন্তব্য করে বলেছেন, তার সেই চেষ্টা সফল হবে না। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা, মানুষ হত্যা, মানুষ পুড়িয়ে মারা ও গাছ কাটা বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি-জামায়াত জোট দেশের স্বাধীনতা চায়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা গরিবের কল্যাণ চায় না। তারা লুটপাট বোমা হামলায় ব্যস্ত। গরিবের পেটে লাথি মারতে দিনের পর দিন হরতাল অবরোধ দিচ্ছেন। বিরোধী দলীয় নেতা গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

জাহাঙ্গীরাবাদ ও বড় দরগায় দুটি পথসভা করার কথা থাকলেও দেরি হয়ে যাওয়ায় সেগুলো হয়নি। আওয়ামী লীগ সভাপতি বলেন, কুয়াশার কারণে আমি দুটি পথসভা করতে পারিনি। তবে জয়কে পাঠিয়ে দেব। সে ওখানে জনসভা করবে। আমি কথা দিচ্ছি, নির্বাচনের পরে এসে আমি এই এলাকায় জনসভা করব।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নির্বাচনী সফরে রংপুরে আসেন।

জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর