‘নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্বব্যাংক যদি ক্লিয়ারেন্স না দেয় তাহলে সরকার অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করবে’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘পদ্মা সেতুর ৮৫ থেকে ৯০ শতাংশ প্রস্তুতিমূলক অবকাঠামোর কাজ সরকার শেষ করতে চায় বর্তমান মেয়াদেই ।’
শুক্রবার দুপুরে নোয়াখালী জেলার কবিরহাট থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ’র ডিআইজি মো. নওশের আলী, নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন উর রশীদ হাজারী প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল আন্দোলন করবেই। সরকার তাদের জবাব দেবে উন্নয়নের মাধ্যমে। পাল্টা কর্মসূচির মাধ্যমে নয় ।’
তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনাদের নিয়ে আমরা মাঠে খেলতে চাই না।’
তিনি আরো বলেন, ‘দেশের মন্ত্রীরা যদি কোনো জনসভায় গিয়ে তিন ঘণ্টা সময় থাকেন, তাহলে কাজ করবেন কখন। আমি কখনও জনসভায় গিয়ে এভাবে সময় নষ্ট করতে রাজি নই।’
তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, ‘আপনারা মন্ত্রীদের প্রটোকল দেওয়ার জন্য এত সময় দেবেন না। এর চেয়ে দেশের জন্য কাজ করুন।’