সরকার টেক্সটাইল সেক্টরের সব সমস্যা সমাধান করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ও ইওরকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড আয়োজিত ‘৯ম ঢাকা টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি মেলা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি জাহাঙ্গীর আলামিন, ইওরকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানির সিইও টাইগার লিন প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, ‘৩১টি দেশের ৬৮ প্রতিষ্ঠানের ১২০টি স্টলের মেলা। এ থেকে বোঝা যায় এটা টেক্সটাইল শিল্পে বড় অর্জন। এরইমধ্যে টেক্সটাইল শিল্প ভালো করেছে। এ শিল্পের উৎপাদিত ৪০ ভাগ রফতানি করা হচ্ছে।’
৯ম ঢাকা টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি মেলা ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।