বিক্ষোভ-সহিংসতায় চলছে অবরোধ

বিক্ষোভ-সহিংসতায় চলছে অবরোধ

ঢাকা, ১৮ ডিসেম্বর: তফসিল প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন বুধবারও বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া গেছে। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে যানবাহনে। গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ১৮ দলের নেতাকর্মীরা।
রাজধানীর বিজয় স্মরণী ফ্লাইওভারের নিচে বুধবার সকালে সড়কে আগুন দিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। মগবাজার এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। এছাড়াও বনশ্রী, সবুজভাগ, সাতরাস্তা ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।
অবরোধে রাজধানীর গাবতলি, সায়েদাবাদ মহাখালী থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি, ঢাকাও প্রবেশ করেনি। অভ্যন্তরিণ কিছু গণপরিবহণ চলছে।  তবে তুলনামুলক অনেক কম।
রাজধানীর প্রতিটি পয়েন্টে ব্যাপক আইন-শৃংখলাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া র‌্যাব, পুলিশ ও বিজিবির বেশ কয়েকটি টিম টহলে আছে। আইন-শৃংখলা বাহিনীর বেশ তৎপরতায় অবরোধে সমর্থকরা প্রধান প্রধান সড়ক গুলোতে মিছিল বা পিকেটিং করতে তেমন দেখা যায়নি।
ট্রেনের সিডিউলে বুধবারও বেশ বিপর্যয় দেখা গেছে। সময় মতো ট্রেন ছাড়ছে না ও  কমলাপুর স্টেশনে প্রবেশ করছে না। লঞ্চ চলাচলও সীমিত। যাত্রীর অভাবে লঞ্চ নির্ধারিত সময়েরও অনেক পরে ছাড়তে হচ্ছে বলে লঞ্চ শ্রমিক ও মালিকরা জানিয়েছে।
এদিকে চট্টগ্রামের সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় গভীর রাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অন্ততঃ ৬টি যানবাহনে আগুন ও ১৫টি গাড়ি ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা।
এছাড়া লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, যশোর, নাটোর, মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে অবরোধ সমর্থকরা।
সোমবার সন্ধ্যায় ঘোষিত মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া চতুর্থ দফার এ অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।

জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর