শরীয়তের দৃষ্টিতে ধূমপান করা নাজায়িয ও হারাম। বিড়ি, সিগারেট, মদ, গাজা, ভাং, আফিম, হাশিশ, তামাক, গুল, জর্দা, ক্ষৈণি, হুক্কা ইত্যাদির নেশা করা শরীয়তে হারাম। এগুলোকে হালাল জানা কুফরী। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক নেশাই হারাম।” মহান আল্লাহ পাক তিনি হালাল পন্থায় বান্দাদের জন্য প্রচুর খাদ্য পানীয় দ্বারা পৃথিবী ভরে রেখেছেন। এরপরও বান্দা হারাম খাবে কেনো? অতএব, বান্দাদেরকে পশু ও কুকুর শৃগালের মতো খাবার গ্রহণ করা ছেড়ে দিতে হবে। |