জাপার নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ অন্য কাউকে বরাদ্দ না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে ‘আটক’ হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
দলীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে এরশাদকে তাঁর বারিধারার বাসা থেকে র্যাব আটক করে নিয়ে যায়।
তবে র্যাব-১-এর পরিচালক কিসমৎ হায়াত রাত পৌনে ১২টায় বলেন, এরশাদকে আটক করা হয়নি। তিনি চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন। র্যাব তাঁকে নিরাপত্তা দিচ্ছে।
র্যাবের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা জানান, এরশাদের সঙ্গে জাপার মহাসচিব ও বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারও রয়েছেন। তিনি (রুহুল আমিন হাওলাদার) কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে এরশাদের সর্বশেষ পরিস্থিতি গণমাধ্যমকে জানাবেন। তবে রাত পৌনে দুইটা পর্যন্ত রুহুল আমিন হাওলাদার তাঁর বাসায় ফেরেননি। ওই সময় রুহুল আমিন হাওলাদারের বাসার নিচে এরশাদের প্রেস সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ সাংবাদিকেরা অপেক্ষায় ছিলেন। তখনো রুহুল আমিন হাওলাদার বাসায় ফেরেননি।
সুনীল শুভ রায় এ সময় সাংবাদিকদের বলেন, রাতে তিনিসহ দলের কয়েকজন নেতা এরশাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বাসায় ফিরে টেলিভিশনে দেখেন এরশাদ আটক হয়েছেন। তাঁর দাবি, এরশাদ অসুস্থ ছিলেন না। তিনি বলেন, রুহুল আমিন হাওলাদার তাঁকে মোবাইল ফোনে জানিয়েছেন, এরশাদ সিএমএইচে আছেন। বিস্তারিত পরে জানাবেন।