আল কোরআন – সুরা ফাতেহা

আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহীম

১. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক

হে আল্লাহ তোমারই জনে্য।

২. তুমি দয়াময়! মেহেরবান!

৩. প্রতিফল দিবসের মালিক!

৪. আমরা শুধ তোমারই ইবাদত করি-

শুধু তোমারই সাহায্য চাই।

৫-৬. (প্রভু হে!) তোমার প্রিয়জনদের         সহজসরল আলোকিত পথে আমাদের পরিচালিত কর।

৭. (প্রভু হে!) বিভ্রান্ত ও অভিশপ্তদের

অন্ধকার গহ্বর থেকে

তুমি আমাদের রক্ষা কর। (আমিন!)

সুরা আল ফালাক

পরম করুনাময় ও অসীম

দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

 

(১) বলুন, আমি আশ্রয় গ্রহন করছি প্রভাতের পালনকর্তার, (২) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, (৩) অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, (৪) গ্রস্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনষ্ট থেকে, (৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সুরা আন্ নাস

পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

(১) বলুন, আমি আশ্রয় গ্রহন করছি মানুষের পালনকর্তার। (২) মানুষের অধিপতির। (৩) মানুষের মাবুদের। (৪) তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রনা দেয় ও আত্নগোপন করে। (৫) যে কুমন্ত্রনা দেয় মানুষের অন্তরে। (৬) জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

ইসলামী জগত