মোল্লার ফাঁসি কার্যকর হলে আমরা গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করে ঘরে ফিরবো

মোল্লার ফাঁসি কার্যকর হলে আমরা গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করে ঘরে ফিরবো

চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ দেয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। তাদেরএ প্রতিবাদী অবস্থান বৃহস্পতিবারও এখনো অব্যাহত রয়েছে। কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। গণজাগরণ কর্মীরা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই স্লোগানে মুখরিত রাখে শাহবাগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে ফাঁসির দিন-ক্ষণ ঘোষণার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে আনন্দ মিছিল করে। কিন্তু পরে ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যাওয়ায় তারা  প্রতিবাদী অবস্থানের সিদ্ধান্ত নেন। এর পর থেকেই এ অবস্থান চলছে।

মঙ্গলবার সন্ধার পর থেকে সেখানে কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। রাতে এ সংখ্যা বেড়ে কয়েকশ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সকালে অবস্থানকারীর সংখ্যা কমতে থাকে। সকালের দিকে পঞ্চাশ জনে মতো কর্মীফ দেখা গেছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলামেইলকে বলেন, ‘যতোক্ষণ পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আমরা গণজাগরণ মঞ্চ ছেড়ে যাবো না। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলে আমরা গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করে ঘরে ফিরবো।’

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ