“(হে মুহাম্মদ) আপনার সম্প্রদায় একে (অর্থাৎ কুরআনকে) মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিনঃ আমি ( ঈমান আনানোর ব্যাপারে) তোমাদের ওপর দায়িত্বপ্রাপ্ত নই। সব কিছুর জন্য একটি সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে।” -সূরা আন’আম (আয়াত-৬৬-৬৭)।
এ আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল! কুরাইশ বংশ আপনার বক্তব্যকে মেনে নিচ্ছে না। তারা কিয়ামত বা পুণরুত্থান দিবসকে প্রত্যাখ্যান করছে। কিন্তু কিয়ামত (বা বিচার দিবস) সত্য এবং পুণরুত্থান দিবসে সবারই বিচার হবে। আল্লাহ তাদেরকে এ কথা জানিয়ে দিতে বলছেন যে, আল্লাহর ওহি পৌঁছে দেয়াই রাসূলের দায়িত্ব, ঈমান আনতে বাধ্য করা রাসূলের দায়িত্ব নয়। আল্লাহর বাণীকে গ্রহণ করার বিষয়টি মানুষের নিজস্ব ব্যাপার। এ আয়াতে আরো বলা হচ্ছে, আল্লাহ ও রাসূল মানুষের শাস্তির বিষয়ে যেসব কথা বলেছেন, সময় হলেই সেসব শাস্তি নেমে আসবে। তবে বিষয়টি এমন নয় যে, আল্লাহকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ওপর গজব বা শাস্তি নেমে আসবে। কারণ আল্লাহতায়ালা সব সময় মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসার সুযোগ দিয়ে থাকে।