কাশ্মীর নিয়ে আরেকটি যুদ্ধ বাধতে পারে

কাশ্মীর নিয়ে আরেকটি যুদ্ধ বাধতে পারে

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, কাশ্মীর এখন এমন অবস্থায় রয়েছে যে, এটা নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে চতুর্থবারের মতো আরেকটি যুদ্ধ বেধে যেতে পারে। তাই তিনি কাশ্মীর ইস্যুতে আগে ভাগেই সমঝোতার দাবি করেছেন। নওয়াজ শরীফ বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা তার স্বপ্ন এবং তিনি আশা করেছেন, তার জীবদ্দশাতেই সেটা বাস্তবায়ন ঘটবে। পাকিস্তান নিয়ন্ত্রিত ‘আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর (এজেকে) কাউন্সিল’ এর বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন বলে ডন পত্রিকা জানিয়েছে। অবশ্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ ধরনের কোন বক্তব্য ছিল  না। বরং এতে বলা হয়েছে, শরীফ বলেছেন, কাশ্মীর সঙ্কটের সমাধান ছাড়া এ অঞ্চলের শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনগণের প্রত্যাশা এবং জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতেই কাশ্মীর ইস্যুর সমাধান করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, তার স্বপ্ন রয়েছে ভারত থেকে স্বাধীন কাশ্মীর দেখা। তিনি আশা করেন, তার জীবদ্দশাতেই এ স্বপ্ন সফল হবে। পাক-ভারত সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারতই অস্ত্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে। এরপর তারা সেই প্রতিযোগিতায় নেমেছেন। নওয়াজ শরীফ জোর দিয়ে বলেন, আমাদের সামনে কোন বিকল্প থাকলে এ অর্থ সামাজিক খাতের উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণের কাজে লাগাতাম। নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্তিতির উন্নতি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। দখলকৃত কাশ্মীর নিয়ে  ভারত সরকারের বিভান্তিকর অবস্থান নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেন। অল পার্টিস হুরিয়াত কনফারেন্স (এপিএইচসি)র সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে নওয়াজ শরীফ বলেছেন, তিনি চান কাশ্মীর সঙ্কটের বিষয়টি দ্রুত সমাধান হোক। কাশ্মীর সঙ্কটের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে নওয়াজ শরীফ বলেছেন, এটি একটি বেশ পুরনো দীর্ঘ দিনের চলমান বিষয়। তাই জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ীই এর সমাধান করতে হবে।

অন্যান্য আন্তর্জাতিক ইসলামী জগত