চীনের পশ্চিমাঞ্চলে আবারও এক তিব্বতী সন্যাসী নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। চীনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ পর্যন্ত এই সন্যাসীকে নিয়ে মোট বিশজন সন্যাসী গায়ে আগুন লাগিয়ে দিলো।
মানবাধিকার গ্রুপগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, সিচুয়ান প্রদেশে বৃহস্পতিবার এক সন্যাসী নিজ শরীরে আগুন লাগিয়ে দেয়। ঘটনা পরবর্তীতে ওই সন্যাসীকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। তবে ওই সন্যাসীর অবস্থা বর্তমানে কি তা জানা যায়নি।
গত বছরের জানুয়ারি থেকেই চীনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিব্বতী বৌদ্ধ সন্যাসীরা একের পর এক নিজেদের গায়ে আগুন লাগিয়ে আসছে।
ভারতের ধর্মশালয় অবস্থিত তিব্বতের কেন্দ্রীয় হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি’র নির্বাহী পরিচালক তেসরিং তোসমো একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানান, ঘটনাটি একটি স্কুলের পাশে ঘটেছে।
ক্যাং তেসরিং এবং লোসাং ইয়েশে নামের দুই নির্বাসিত তিব্বতী সন্যাসী বলেন, অগ্নিদগ্ধ মানুষটিকে নিরাপত্তা বাহিনী নিয়ে গিয়েছে। তবে তিনি কোথায় আছেন তা অজানা।
সিচুয়ার প্রদেশের আবা অঞ্চলটিতে মূলত তিব্বতীদের বসবাস। গত মাসেও এই প্রদেশেই আরও দুই সন্যাসী নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেয়।