পার্থে প্রাণের ছোঁয়া পেলো ভারত

পার্থে প্রাণের ছোঁয়া পেলো ভারত

টেস্টে ধবলধোলাই (৪-০) হওয়ার পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। জয় পেতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির দল ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। হারের বৃত্তে আটকে পড়া বিশ্বচ্যাম্পিয়নরা ৪ উইকেটে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

শ্রীলঙ্কা ইনিংস: ২৩৩/৮ (ওভার ৫০)
ভারত ইনিংস: ২৩৪/৬ (ওভার ৪৬.৪)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী

পার্থে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি উদ্বোধোনী জুটি। দলীয় ১২ রানের মাথায় জহির খানের বলে শচীনের হাতে ধরা পড়েন উপুল থারাঙ্গা।

দ্বিতীয় উইকেট প্রাথমিক ধাক্কা সামাল দেন তিলকারতেœ দিলশান ও কুমার সাঙ্গাকরা। এই জুটিতে আসে ৬২ রান। ব্যক্তিগত ৪৮ রানে সাজঘরে ফেরেন তিলকারতেœ দিলশান। শেষপর্যন্ত দিনেশ চান্দিমালের ৬৪ রানের কল্যাণে সব উইকেট হারিয়ে ২৩৩ করে শ্রীলঙ্কা। রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও জহির খান শিকার করেন দুই উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে ধাক্কা খায়। নিজের নামের পাশে ১০ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন বীরেন্দ্র শেবাগ। দ্বিতীয় উইকেটে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি ব্যাটিং নৈপুণ্যে ম্যাচে ফেরে ভারত। ৪৮ রানে আউট হন লিটলমাস্টার। আর দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে শচীনের সঙ্গী হন কোহলি (৭৭)।

ভারতীয় দল শঙ্কা মুক্ত হয় ষষ্ঠ উইকেট জুটির প্রত্যয়ী ব্যাটিংয়ে। এই জুটিতে রবীন্দ্র জাদেজার ২৪ ও ম্যাচ সেরা রবিচন্দ্রন অশ্বিনের ৩০ রানের সুবাদে জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত।

কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। এই সিরিজের প্রথম পর্বে হবে ১২ টি ম্যাচ। যে দুটি দল ফাইনালে উঠবে দ্বিতীয় পর্বে তাঁরা পরস্পর মুখোমুখি হবে তিনবার। সিরিজে ফাইনাল হবে ৮ মার্চ।

খেলাধূলা শীর্ষ খবর