চার হাজার পাঁচ’শ ৭৯ কোটি টাকার ১৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৯’শ ৩৭ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা থেকে এক হাজার ছয়শ ৪২ কোটি টাকা দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম।
প্রকল্পগুলো হলো-এক হাজার এক’শ ৩০ কোটি টাকার রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের এক’শটি এনজি ও ৫০টি বিজি যাত্রীবাহী গাড়ি সংগ্রহ প্রকল্প, ৪৫ কোটি টাকার শিক্ষা মন্ত্রণালয়ের পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের বৃহত্তর রংপুর জেলায় আধুনিক ক্ষুদ্র সেচ সম্প্রসারণ ৩৪ কোটি টাকা ব্যয়ে।
দুই’শ ৯ কোটি টাকার স্থানীয় সরকার বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রক্ষ্মপুত্র নদের ওপর দুইটি ব্রিজ নির্মাণ (দ্বিতীয় সংশোধিত প্রকল্প), ৭০ কোটি টাকার স্থানীয় সরকার বিভাগের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন নাগরপুর টু মির্জাপুর ভায়া মোখলা সড়কে ধলেশ্বরী নদীর ওপর ৫২০.৬০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ প্রকল্প।
৮৭৫ কোটি টাকার স্থানীয় সরকার বিভাগের উপক