বেসরকারি উদ্যোক্তাদের সাথে বিদ্যূৎ উন্নয়ন বোর্ড ও পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির যৌথ মালিকানাধীন প্রস্তাবিত জ্বালানী সরবরাহ প্রতিষ্ঠান ফুয়েল সাপ্লাই কোম্পানি গঠন থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রয়াত্ব তেল সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ পেট্রোলিয়াম অফিসার্স ফেডারেশন ও বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কাস ফেডারেশন এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেছে, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি মহল কৌশলে তেল সেক্টর নিজেদের কব্জায় নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই কোম্পানি গঠন করছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি জানে আলম অভিযোগ করেন, প্রস্তাবিত তেল সরবরাহ প্রতিষ্ঠান বাস্তবায়ন হলে দেশের জ্বালানী নিরাপত্তা হুমকীর মুখে পড়বে