বিরোধী দলকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, “সর্ব দলীয় সরকারের প্রবেশ পথ এখনো খোলা আছে। যে মন্ত্রণালয় চান দেওয়া হবে। শর্ত দেবেন না, হরতাল ডাকবেন না, নাশকতা চালাবেন না, সংলাপে আসুন।”
বুধবার কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ আয়োজিত হরতাল-বিরোধী সমাবেশে এই আহ্বান জানান তিনি।
জামায়াত ও হেফাজতের সঙ্গ ত্যাগ করে নির্বাচনে যোগ দেওয়ার জন্য বিরোধীদলকে পরামর্শ দিয়ে ইনু বলেন, “জামায়াত ও হেফাজতের ট্রেন থেকে নেমে নির্বাচনের ট্রেনে উঠুন।”
তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া সংলাপের পথ এড়িয়ে চলছেন। তার (খালেদা জিয়া) উদ্দেশ্য হলো যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে নির্বাচনে তাদের পাশে রাখা। খালেদা জিয়া জামায়াত হেফাজতের ট্রেনে শুধুই চড়ে বসেননি, তিনি পাইলটের সিটে বসেছেন। উনি নামলে সহিংসতা, তেঁতুল হুজুর থেমে যাবে।”
জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত না হলে পরিণতি যুদ্ধাপরাধীদের চেয়ে ভালো হবে না’ বলে মন্তব্য করেন ইনু।