দুদিন পর লেফটেন্যান্ট তানবিরের লাশ উদ্ধার

দুদিন পর লেফটেন্যান্ট তানবিরের লাশ উদ্ধার

tanvirনিখোঁজ হওয়ার দু’দিন পর বান্দরবানের বেতছড়া সাঙ্গু নদী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানবির মাহমুদের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে নদী থেকে লাশটি ভেসে উঠলে উদ্ধারকর্মীরা লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন বান্দরবান সেনা রিজিয়নের বি.এম মেজর মশিউর।

লেফটেন্যান্ট তানবির মাহমুদ বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের আওতাধীন বেতছড়া সেনা ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। রোববার দুপুরে তিনি সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। প্রচণ্ড স্রোতে হঠাৎ তলিয়ে যান তিনি। খবর পেয়েই হেলিকপ্টার এবং ১২টি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সেনাবাহিনী অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে সহযোগিতা করে নৌ-বাহিনীর ডুবুরী দল ও স্থানীয় জেলেরা। তারা জেলার বেতছড়া, তারাছামুখ, লাঙ্গীপাড়া, কালাঘাটা এবং চট্টগ্রামের দোহাজারি এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালান। তিনদিনের মাথায় তরুণ সেনাকর্মকর্তার লাশ উদ্ধারের পর এক বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, লাশটি উদ্ধার করে প্রথমে বেতছড়া ক্যাম্প ও পরে বান্দরবান সদরে সেনানিবাসে নিয়ে আসা হয়। এখান থেকে জানাজা শেষে হেলিকাপ্টারে করে লাশ ঢাকা ক্যান্টনমেন্টে পাঠানো হবে। সেখানে সেনাপ্রধান জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ