গ্রামীণফোনের ৩.৯জি সেবার যাত্রা শুরু, থ্রিজি’র প্যাকেজের মূল্য প্রকাশ

গ্রামীণফোনের ৩.৯জি সেবার যাত্রা শুরু, থ্রিজি’র প্যাকেজের মূল্য প্রকাশ

gpআজ মঙ্গলবার বাণিজ্যিকভাবে গ্রামীণফোন থ্রিজিসেবা চালু করতে যাচ্ছে। আপাতত রাজধানীর বসুন্ধরা ও বারিধারা এলাকায় সেবাটি প্রদান করা হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত চার বেসরকারি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনই প্রথম বাণিজ্যিকভাবে থ্রিজিসেবা চালু করল। গ্রামীণফোন জানায়, পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও শিগগিরই সেবাটি বিস্তৃত হবে। গ্রামীণফোনের কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্স ৩জির হলেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁরা এ সেবা ৩.৯ জিতে উন্নীত করতে পারবেন। সর্বোচ্চ এ সেবা পেতে হলে গ্রাহকের অবশ্য এইচএসপিএ প্লাস সহায়ক হ্যান্ডসেট থাকতে হবে।

তাছাড়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে থ্রিজি প্যাকেজের মূল্য প্রকাশ করলো গ্রামীণফোন।

এসে গেল গ্রামীণফোনের থ্রিজি প্যাকেজ!

গ্রামীণফোন থ্রিজি, ইচ্ছে হলেই চলো বহুদূর!!!

গ্রামীণফোন 3G নিয়ে এলো দ্রুতগতির মোবাইল ইন্টারনেট। গ্রামীণফোন 3G ব্যবহার করে বদলে ফেলুন আপনার মোবাইল লাইফস্টাইল। আর গ্রামীণফোন এর 3G আপনাকে দিচ্ছে দ্রুতগতির ইন্টারনেট, ভিডিও কলসহ 3G সার্ভিসের নিত্য নতুন সুবিধা যা কিনা আপনি ব্যবহার করতে পারবেন আপনার বর্তমান সংযোগেই (প্রিপেইড/পোস্টপেইড)। গ্রামীণফোন 3G আপনার জন্য খুলে দিচ্ছে অপার সম্ভাবনার দ্বার।

আপনার লাইফস্টাইলের সাথে মিলিয়ে বেছে নিন যেকোনো একটি 3G ড্যাটা প্যাক:

gp1

উপরে উল্লেখিত প্যাকেজগুলোতে ১৫% ভ্যাট ও অটোরিনিউয়াল প্রযোজ্য।

এছাড়াও সরাসরি আপনার প্রিয়জনকে দেখুন থ্রিজি ভিডিও কলের মাধ্যমে। ফ্ল্যাট ভিডিও কলরেট: ১.২ টাকা / মিনিট (১০ সেকেন্ড পালস)।

শর্তাবলী:

  • পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উপরে উল্লেখিত মূল্যসমূহ প্রযোজ্য হবে
  • প্যাকেজে উপরে উল্লেখিত স্পিড দ্বারা প্যাকেজটির সর্বোচ্চ স্পিড বোঝানো হয়েছে
  • প্রাপ্ত স্পিড নির্ভর করবে আপনার ডিভাইসের ক্যাপাসিটি, আপনার অবস্থান, ইত্যাদির উপর
  • ওয়্যারলেস টেকনোলজি বিধায় থ্রিজি-তে ডেডিকেটেড স্পিড দেয়া সম্ভব নয়
  • ভলিউম ভিত্তিক প্যাক এ অতিরিক্ত ব্যবহারে ০.০১ টাকা/ ১০ কিলোবাইট চার্জ প্রযোজ্য হবে
  • হেভি ইউসেজ প্যাক এ (৮ GB এর পর) এবং স্মার্ট প্যাক এ (১.৫ GB এর পর) ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে
  • অবশিষ্ট ভলিউম জানতে *৫০০*৬০# এবং ব্যবহৃত ভলিউম জানতে *৫০০*৬১# ডায়াল করুন
  • থ্রিজি ভিডিও কল করতে হলে হ্যান্ডসেটের সামনে ক্যামেরা এবং সেটে ভিডিও কল করার সুবিধা থাকতে হবে
  • ভিডিও কলে থ্রিজি নেটওয়ার্কের Data চ্যানেল ব্যবহার হয় না
  • অটোরিনিওয়াল বন্ধ করতে ঙভভ লিখে পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে
  • ভিডিও কলের জন্য শুধুমাত্র ভিডিও কল রেট ও ভ্যাট প্রযোজ্য
  • শুধুমাত্র Off কাভারেজভুক্ত এলাকার জন্য প্রযোজ্য
  • ১৫% ভ্যাট ও অটোরিনিউয়াল প্রযোজ্য

সূত্র: গ্রামীণফোন ওয়েবসাইট

বিজ্ঞান প্রযুক্তি