রবি, গ্রামীনের পর থ্রিজি সেবা চালু করলো এয়ারটেল

রবি, গ্রামীনের পর থ্রিজি সেবা চালু করলো এয়ারটেল

airtel3রবি, গ্রামীণফোনের পর এবাং থ্রিজি চালু করলো এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। আজ বুধবার এয়ারটেলের কপোরেট অফিসে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ভিডিও কল করে এয়ারটেলের থ্রিজি সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টোবিট জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে গুলশান-২ ও বনানী এলাকায় থ্রিজির আওতায় আসবে। আগামী

চলতি মাসেই ঢাক ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ধাপে ধাপে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাকি এলাকাগুলোই এ সেবা পৌছে যাবে। তাছাড়া ২০১৪ সালের মধ্যে সারাদেশে থ্রিজি সেবা পৌছে যাবে বলেও জানান।

 

বিজ্ঞান প্রযুক্তি