৭১-এর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো সম্ভাব্য হামলা, ভাঙচুর ঠেকাতে চট্টগ্রামে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন হচ্ছে। মঙ্গলবার ভোর থেকে নগরী এবং জেলার কয়েকটি উপজেলা বিজিবি টহল দেবে। জেলা প্রশাসন সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে এর প্রতিক্রিয়া হিসেবে কোনো বক্তব্য এবং কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত পাওয়া না গেলেও মঙ্গলবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, জননিরাপত্তার স্বার্থে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকা- প্রতিরোধে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলার রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুন্ড, রাঙ্গুনিয়া, বাশঁখালী, মীরসরাইসহ কয়েকটি উপজেলায় বিজিবি মোতায়েনের করা হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বারে পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে বিজিবি। নগরীর ৬৫ মোড়ে অতিরিক্ত দেড় থেকে ২ হাজার পুলিশ মোতায়েন রয়েছে। সরকারি বিভিন্ন স্থাপনার সামনে রাত থেকেই পুলিশ টহল শুরু হয়েছে।