৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য এ দিন ধার্য করেন।
এরআগে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্ততর্ক সম্পন্ন হলে গত ১৪ আগস্ট সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় যে কোনো দিন দেয়া হবে মর্মে অপেক্ষমাণ (সিএভি) রেখে দেন ট্রাইব্যুনাল।
যুক্তি উপস্থাপনকালে সালাহউদ্দিন কাদেরের আইনজীবীরা দাবি করছেন, রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছেন। সুতরাং তিনি এ মামলায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন এবং খালাস পাবেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। এতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশা প্রকাশ করেন।
২৮ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৩১ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন প্রথম পর্যায়ে শেষ করে প্রসিকিউশন। ১ আগস্ট থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী। গত ২৪ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় আসমিপক্ষের সাফাই সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়।
হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের একটি মামলায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরে ১৯ ডিসেম্বর তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩০ ডিসেম্বর আদালতের নির্দেশে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়।
মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে গত বছরের ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিএনপি নেতার বিচার শুরু হয়।