ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজারে ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেয়ার প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন মিডফোর্ট ও বাবাবাজরের ওষুধ ব্যবসায়ীরা।
ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে শনিবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মিটফোর্ড ও বাবুবাজারের নয়টি মার্কেটে অভিযান চলে। এ সময় ১০৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ৪০টি। সিলগালা করা হয়েছে ২৮টি ওষুধের দোকান। এছাড়াও এক কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ ব্যবসায়ীকে একবছরের কারাদণ্ডসহ ৫ কোটি টাকার ওষুধ জব্দ করা হয়েছে।
ওই অভিযানের প্রতিবাদে রোববার সকাল থেকে দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন মিডফোর্ট ও বাবুবাজার এলাকার ওষুধ ব্যবসায়ীরা। তারা বাবুবাজার ওভারব্রিজের নিচে বিক্ষোভ করে পরে রাস্তার পাশে সমাবেশ শুরু করেন।
উল্লেখ্য, দেশের পাইকারি ওষুধের সবচেয়ে বড় এই বাজার রোববার সকাল থেকে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও ক্রেতারা।