আনুষ্ঠানিক ভাবে আজ সকালে বসুন্ধরা-বারিধারা, গুলশান সহ ঢাকার বেশ কয়েকটি এলাকা থেক সীমিত আকারে থ্রিজি নেটওয়ার্ক সেবা চালু করলো গ্রামীণ ফোন। ১০ মেগাহার্জের ব্যান্ডউইথ আর ৩ দশমিক ৯জি এইচএসপিএ প্রযুক্তিতে এই সেবা দেয়া হচ্ছে।
বারিধারায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে থ্রিজি সেবার উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। এ সময় গ্রামীণফোনের প্রধান শেয়ারহোল্ডার টেলিনরের প্রেসিডেন্ট বাকসাস, গ্রামীণফোন এর প্রধান নির্বাহী বিবেক সুদ ছাড়াও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক ও বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সামাদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সাহারা খাতুন গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তানভির মোহাম্মদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন।
প্রথম পর্যায়ে গ্রামীণফোনের নিজস্ব কার্যালয়, রাজধানীর বারিধারা ও গুলশান এলাকায় এ সেবা পাওয়া যাবে। তারসঙ্গে যুক্ত হবে চট্টগ্রামের একাধিক এলাকা। অক্টোবরের শুরুতে চট্টগ্রাম ও ঢাকার আরও কিছু এলাকায় থ্রিজি সেবা চালু হবে। নভেম্বরে ঢাকা জেলার অন্যান্য অংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তা সম্প্রসারিত হবে।
ডিসেম্বরে সাত বিভাগীয় শহরে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু করা সম্ভব হবে। আর ২০১৪ সালের মার্চের মধ্যে সব জেলার গ্রাহকরা থ্রিজি সেবা পাবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ বলেন, গ্রামীণফোনের কর্মী ও বন্ধুরা যারা জিপি হাউসে রয়েছেন তারা এবং এর আশপাশের বাসিন্দারা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবেন। আজ থ্রিজি সেবা চালুর মধ্য দিয়ে গ্রামীণফোন পরবর্তী যাত্রা শুরু করলো।
এ সময় থ্রিজি সেবা গ্রহণে গ্রাহকদের যাতে হয়রানি না হয় সেজন্য তারা সিমলেস ট্রান্সফার চালু করবেন বলে জানান বিবেক সুদ।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত থ্রিজি তরঙ্গের নিলামে অংশ নিয়ে গ্রামীণ ফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।
থ্রিজি তরঙ্গের নিলামে ওঠা দামের প্রথম কিস্তি পরিশোধ করে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা দেয়ার লাইসেন্স পায় চার বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেল ও বাংলালিংক। এদের মধ্যে শনিবার পরীক্ষামূলক ৩.৫ তরঙ্গ নেটওয়ার্ক চালু করে রবি আজিয়াটা। এর আগের দিন বৃহস্পতিবার বাংলালিংক তাদের থ্রিজি নেটওয়ার্ক বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করে। তবে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা গেছে পরীক্ষামূলকভাবে তাদের অফিসের মধ্যে থ্রিজি সেবা চালু করা হয়েছে।