বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ শনিবার নিউইয়র্কে বৈঠকে বসছেন। জাতিসংঘের সাইডলাইনে অনুষ্ঠিতব্য এ বৈঠকে দুই দেশের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন দুই প্রধানমন্ত্রী। দু’দেশের সরকারের চলমান মেয়াদে এটিই হতে পারে তাদের শেষ সাক্ষাৎ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিস্তার পানিবণ্টন চুক্তি, সীমান্ত চুক্তি এবং ট্রানজিট চুক্তি নিয়ে আলোচনা হবে। এর বাইরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশীদের হত্যা ও নির্যাতনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।