বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও যাবে না উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গণতন্ত্র সুদৃঢ় করতে সব দলের অংশগ্রহণে নির্বাচন প্রয়োজন। প্রধানমন্ত্রী গণতন্ত্র সুদৃঢ় করার কথা বললেও গণতন্ত্র চর্চায় বিশ্বাসী নন। তার কাছে সুদৃঢ় গণতন্ত্র আশা করা যাচ্ছে না।
বুধবার সিলেট নগরীর রেজিস্টারি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, সঠিক সময়ে নির্বাচন, নির্বাচন পদ্ধতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশ কোন দিকে যাচ্ছে তা কেউ বলতে পারছে না। অযোগ্য সরকারের জন্যই দেশে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে না গেলে আমি নির্বাচন করব না। নির্বাচন করে দালাল হতে চাই না।
এরশাদ আগামী নির্বাচনে একক প্রস্তুতির কথা জানিয়ে বলেন, শাহজালালের মাটিতে বলে গেলাম, আগামীতে একক নির্বাচন করব। কারো সাথে জোট করব না।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিত কাদের মোল্লার ফাঁসির রায় প্রসঙ্গে এরশাদ বলেন, রায় পরিবর্তনের জন্য আইন সংশোধনের ইতিহাস কোথাও নেই। কাউকে ফাঁসি দিতে চাইলে আইনের মাধ্যমেই দেয়া উচিত।তিনি বলেন, দেশের মানুষ অশান্তি থেকে বাঁচতে দুই দল থেকে মুক্তি চায়। মানুষ এখন জাতীয় পার্টির সরকার ফিরে পেতে চাচ্ছে। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য জাতীয় পার্টির সরকারের কোনো বিকল্প নেই।
বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে কথা ছিল তারা জাতীয় পার্টিকে ৪৬টি আসন দেবে। কিন্তু শেষ পর্যন্ত ২৯টি আসন ছেড়ে দেয়া হয়েছিল। শুরু থেকেই আওয়ামী লীগ আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আব্দুর রহমান, আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী ও নবাব আলী আব্বাস এমপি।