এসময় তিনি আবারও রাষ্ট্রপতি হওয়ার আশাবাদ ব্যক্ত বলেন, বাংলাদেশের রাজনীতির অবস্থা খুব ভালো নয়, সংঘাতের আশঙ্কা আছে। মানুষ পরিবর্তন চায়। এজন্য আবার রাষ্ট্রপতি হতেও পারি আমি। তার রাষ্ট্রপতি পদে বসার দিন খুব বেশি দূরে নয় বলেও উল্লেখ করেন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে আশা নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স করেছিলাম তা ব্যর্থ হয়েছে। ডাক্তার ঠিকমতো আসে না। তাদেরও দোষ নেই। দোষ আমাদের সিস্টেমের। দেশে এখন নামেমাত্র হেলথ কমপ্লেক্স আছে। তিনি রাষ্ট্রপতি থাকলে এসব সমস্যা বলা মাত্র সমাধান হয়ে যেতো বলেও উল্লেখ করেন এরশাদ।
এরশাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, তবে সুযোগ আসতেও পারে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। এ দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন আসবে। এদেশের মানুষই আনবে পরিবর্তন।
সরকার কেন নির্বাচন দিতে ভয় পাচ্ছে প্রশ্ন রেখে মহাজোটের শরিক জাপা চেয়ারম্যান বলেন, সরকার ক্ষমতায় এসে সংবিধান বদল করেছে। আমি ক্ষমতায় থাকাকালে এমনটা করিনি। আমি কেবল সংবিধান স্থগিত করেছি। কারণ জানি, ক্ষমতায় রাখার মালিক আল্লাহ-পাক।
সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় থাকা যায় না বলেও মন্তব্য করেন মহাজোটের শীর্ষনেতা এরশাদ।