অস্কারে যাচ্ছে ফারুকীর টেলিভিশন

অস্কারে যাচ্ছে ফারুকীর টেলিভিশন

৮৬ তম একাডেমী অ্যাওয়ার্ড [অস্কার] এর বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতায় বাংলাদেশের একটি ছবি এ বছর অংশ নিচ্ছে। বাংলাদেশ অস্কার কমিটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন ছবিটিকে অস্কারে পাঠানোর জন্য বাছাই করেছে।

২১ সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অস্কার কমিটি।

এ বছর ছবি বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ছবিয়াল প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ এবং স্ক্রীন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনস প্রযোজিত রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবি দুটি।

২০ সেপ্টেম্বর উল্লিখিত ছবি দুইটি দেখে বাছাই কমিটি ৮৬তম একাডেমী অ্যাওয়ার্ডের  বিদেশী ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ‘টেলিভিশন’ ছবিটিকে মনোনীত করে।

বাংলাদেশ অস্কার কমিটির সদস্যরা হলেন অধ্যাপক আব্দুস সেলিম, শহিদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম চৌধুরী, আবু মুসা দেবু, রেজা লতিফ, শাকিব খান, শামিম আক্তার এবং রোকেয়া প্রাচী।

বিনোদন