মোল্লা গনিকে মুক্তি দিয়েছে পাকিস্তান

মোল্লা গনিকে মুক্তি দিয়েছে পাকিস্তান

mollagony হাজতে থাকা তালেবানের সাবেক সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল গনি বারাদারকে শনিবার মুক্তি দিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর হামিদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটি আশা করছে এ মুক্তি তালেবান সমস্যার অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, তালেবান সমস্যা সমাধানে শনিবার আটককৃত তালেবান নেতা মোল্লা গনিকে মুক্তি দেওয়া হবে।

সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও গোয়েন্দা সংস্থা আইএসআইর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলাম প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে এক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র সম্পর্ক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ স্থানীয় সংবাদ মাধ্যম ডনকে বলেছিলেন, ‘মোল্লা আব্দুল গনিকে মুক্তি দেওয়া হবে। তিনি অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত পাকিস্তানেই থাকবেন। তিনিও

আন্তর্জাতিক