রায় পুনর্বিবেচনার সুযোগ নেই তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগ রয়েছে: অ্যাটর্নি জেনারেল

রায় পুনর্বিবেচনার সুযোগ নেই তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগ রয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেছেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া রায় রিভিউয়ের সুযোগ নেই। কারণ ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনটি সুরক্ষা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিলের রায়ে ফাঁসির আদেশ ঘোষণার পর তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। মাহবুবে আলম বলেন, এখন কাদের মোল্লার সামনে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগ রয়েছে। তিনি বলেন, সে ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে যদি কাদের মোল্লা ক্ষমার আবেদন করেন তা নাকচ হলে মৃত্যুদ- কার্যকর করা হবে। উল্লেখ্য মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

বাংলাদেশ