জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দেওয়া ফাঁসির রায় শোনেননি বলে জানিয়েছেন কারাকর্তৃপক্ষ। ফাঁসির দন্ডপ্রাপ্ত এই জামায়াত নেতা গাজীপুরের কাশিমপুর কারাগারের ইউনিট- ২ এ বন্দি রয়েছেন।
কারাকর্তৃপক্ষ জানান, মঙ্গলবার সকালে নাস্তা করলেও বেশ বিমর্ষ দেখা গেছে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পর তাকে কাশিমপুর কারাগারে সাধারণ কয়েদী হিসেবে রাখা হয়। এখানে তিনি কাজ করতেন মালি হিসেবে।
মঙ্গলবার সকালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ একই অভিযোগে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেন। কাশিমপুর কারাগারের ৬০ নম্বর সেলে কাদের মোল্লাকে এখন কনডেম সেলে নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
কাশিমপুর কারাগারের ইউনিট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, সাধারণ সেলে টেলিভিশন না থাকায় কাদের মোল্লা এখনো ফাঁসির রায় শোনেন নি। রায়ের কপি পাওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি আরো বলেন, ফাঁসির আদেশের কপি পাওয়ার অপেক্ষায় আছি। এরই মধ্যে কাদের মোল্লার জন্য কনডেম সেল প্রস্তুত করা হয়েছে। রায়ের কপি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বন্দিকে জানানোর মাধ্যমে কনডেম সেলে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সর্বশেষ স্ত্রী সানোয়ার জাহান, ছেলে হাসান মওদুদ, নাতি নাইমা আক্তার, ভাতিজা নজরুল ইসলামসহ কয়েকজন আত্মীয় স্বজন কারাগারে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।