“দেশের অগ্রগতিতে থ্রিজি মোবাইল পরিসেবার জন্য তরঙ্গ নিলাম আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে দেশের বহু মানুষের কাছে আরো দ্রুত গতির মোবাইল ইন্টারনেট পৌঁছে দেওয়া যাবে” বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়।
আজ রোববার দুপুর দেড়টার দিকে জয় তার ফেসবুকে এক ব্যক্তিগত বার্তায় বলেন, বড় একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান অঙ্গীকার করেছে যে তারা অক্টোবরের শেষ নাগাদ অন্তত ঢাকা মহানগরে বাণিজ্যিক থ্রিজি পরিসেবা চালু করবে। আমি আগ্রহ নিয়ে এর জন্যে অপেক্ষা করছি।
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছামাফিক ফোর-জি’তে উন্নীত করার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেছেন জয়।
জয় আরো লিখেছেন, এর জন্যে নতুন নীতিমালা বা লাইসেন্সের প্রয়োজন হবে না। এভাবেই এই খাত এবং জাতি বেতার প্রযুক্তিতে ভবিষ্যতের দিকে এগিয়ে চলবে।
জয় তার পোষ্টের শেষে এসে লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ – দেশের অগ্রযাত্রায়।