২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস আয়োজন করার দৌড়ে ইস্তান্বুল ও মাদ্রিদকে হারিয়ে দিল জাপানের রাজধানী টোকিও। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে টোকিও, মাদ্রিদ ও ইস্তান্বুলের মধ্য থেকে ভোটের মাধ্যমে টোকিওকে স্বাগতিক নির্বাচন করা হয়।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজক বেছে নিতে রোববার প্রথম প্রহরে ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে।
২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আযোজক ইতোমধ্যে নির্বাচিত ব্রাজিলের রিও ডি জেনেরো।
২০২০ এর আয়োজক হতে প্রথম রাউন্ডের ভোটাভুটিতে হেরে যায় স্পেনের রাজধানী মাদ্রিদ।
চূড়ান্ত ভোটের ফল ঘোষণার পর টোকিওবাসীদের অনেকে উল্লাসে ফেটে পড়ে। কারো কারো চোখে ছিল আনন্দাশ্রু।
১৯৬৪ সালের পর টোকিও এবারই পেল ক্রীড়া মহোৎসব আয়োজনের মর্যাদা।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক রগ ঘোষণা করেন টোকিওর নাম। মঙ্গলবারই তার ১২ বছরের এই দায়িত্ব পালনকাল শেষ হচ্ছে।
টোকিওই প্রথম এশীয় নগরী হিসেবে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দ্বিতীয়বারের মত পেতে যাচ্ছে।