ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে ৪ ব্লগারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্ত ব্লগাররা হলেন- আসিফ মহিউদ্দিন, রাসেল পারভেজ, সুব্রত অধিকারী শুভ ও মশিউর রহমান বিপ্লব।
রবিবার সকালে মহানগর দায়রা জজ মোঃ জহুরুল হক শুনানি শেষে এই অভিযোগ গঠন করেন।
এই দিন আদালতে ৪ ব্লগার উপস্থিত ছিলেন। ব্লগারদের পক্ষে তাদের আইনজীবী ফৌজদারী কার্যবিধি ২৬৫(গ) মোতাবেক অব্যাহতির আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করেন। অপরদিকে আসামিদের দোষী কিংবা নির্দোষ জিজ্ঞাসা করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে বিচার আবেদন করেন।
অভিযোগ গঠন শেষে বিচারক আগামী ৬ নভেম্বর সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১ এপ্রিল ভোরে মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। ৩ এপ্রিল সকালে আসিফ মহিউদ্দিনকে সেগুনবাগিচায় তার বোনের বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।