তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির (থ্রিজি) নিলাম শেষ হয়েছে। নিলামে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে ৪০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির জন্য রাখা হলেও এতে অংশ নেয়া টেলিকম খাতের চার প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ২৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
ফলে অবিক্রিত রয়ে গেছে ১৫ মেগাহার্টজ তরঙ্গ।
নিলামে অংশ নিয়ে সবচেয়ে বেশি ১০ মেগাহার্টজ (৫ মেগাহার্টজের দুটি স্লট) তরঙ্গ কিনেছে টেলিকম খাতে শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোন।
এ জন্য প্রতিষ্ঠানটিকে গুনতে হচ্ছে ২১ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৬৩২ কোটি টাকা)।
অন্য ৩ মোবাইল অপারেটর- বাংলালিংক, এয়ারটেল ও রবি ৫ মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছে। এজন্য প্রত্যেক কোম্পানিকে গুনতে হচ্ছে প্রায় ৮১৬ কোটি টাকা।
রোববার সকালে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ কমিশনারদের উপস্থিতিতে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই নিলাম শুরু হয়।
এছাড়া নিলামে অংশগ্রহণকারী প্রত্যেক মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজন করে প্রতিনিধিও এতে উপস্থিত ছিলেন।
নিলামের প্রথম পর্যায়ে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় গ্রামীণফোন।
বিরতির পর অন্য তিন প্রতিষ্ঠান- বাংলালিংক, এয়ারটেল ও রবি নিলামে অংশ নেয়।
এই নিলামের মাধ্যমে ৪০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করে ৬ হাজার কোটি টাকার বেশি আয়ের প্রত্যাশা ছিল বিটিআরসির।
তবে ১৫ মেগাহার্টজ তরঙ্গ অবিক্রিত থাকায় সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। ২৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি করে বিটিআরসি তাদের ঝুলিতে ভরে প্রায় ৪ হাজার ৮১ কোটি টাকা।